3 days ago • Raju the Voyager

#এলভিস_প্রিসলি , এই ব্যক্তিকে কে না চিনে! রক এন্ড রোলের জনক। জীবদ্দশায় খ্যাতি, অর্থ, বিত্তের একেবারে শীর্ষে পৌঁছে গিয়েছিলেন। মাত্র ৩১ বছর বয়সে বাজারে যার নামে ৭১টি ব্রান্ড চালু ছিল, পৃথিবীর প্রথম শিল্পী হিসাবে যিনি প্রাইভেট জেটে ঘুরে বেড়াতেন, তিনি যে লিমোজিনে চড়তেন তাতে ডায়মন্ডের পাত বসানো ছিল, ৫০০ মিলিয়ন রেকর্ড বিক্রির রেকর্ড যার নামের পাশে, কনসার্টের সময় নিজের জ্যাকেট দর্শকদের উদ্দ্যেশে ছুঁড়ে দিলে মুহুর্তেই সেটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে যেত॥

সেই এলভিস প্রিসলি একদিন সকালে যখন নিজ ঘরে বসে টিউন করছিলেন তখন তার সেক্রেটারি এসে জিজ্ঞেস করলেন, 'খ্যাতির এমন তুঙ্গে থাকা অবস্থায় জীবনটাকে কেমন অনুভব করছেন?'
এলভিস প্রিসলি গিটারে টিউন বন্ধ করে জবাব দিলেন, “একা। ভীষণ একা। দুপুরের খাঁখাঁ রোদে আকাশে উড়তে থাকা চিলের মতো একা।”

হাজার হাজার মানুষ যার কনসার্টের জন্য বছর ধরে অপেক্ষা করে, যার হাতের একটু স্পর্শে ভক্তরা পাগল হয়ে যায়, সেই এলভিস প্রিসলি বলছেন- তিনি একা। খুবই একা। ভীষণ একা!

এই একাকিত্বের যন্ত্রণা থেকে মুক্তি পেতেই একসময় তিনি মাদকের দিকে ঝুঁকে পড়লেন কিনা কে জানে? মাত্র ৪২ বছর বয়সে প্রিসলির এমন করুণ মৃত্যুর জন্য দায়ী একাকিত্ব, অতিরিক্ত মাদক আর ডাক্তারের ভুল ওষুধ। লক্ষ ডলারের বিছানায় শুয়ে মাইকেল জ্যাকসনেরও ঠিকমতো ঘুম হতো না। তিনিও একা। দশটি পিল খেয়েও দুই ঘন্টার বেশি ঘুমাতে পারতেন না। লাখো ভক্ত থাকার পরেও বলতে গেলে মৃত্যুর কাছেই জীবন একপ্রকার সঁপে দিলেন।

একাডেমিক এ্যাওয়ার্ড পাওয়া রবিন উইলিয়ামসও সেই একই পথের যাত্রী। সারা জীবন মানুষকে অনুপ্রেরণার গল্প শুনিয়ে হেরে গেলেন ডেল কার্নেগি। পৃথিবীতে যে কয়জন মানুষের নামের আগে গ্রেট বসানো হয়, তাদের একজন হলেন, নেপোলিয়ান বোনাপার্ট। নেপোলিয়ান বোনাপার্ট বলেন- “পুরো পৃথিবীকেই হয়তো পায়ের নিচে রাখতে পারি। কিন্তু জীবনে এমনি দূর্ভাগ্য মাত্র সাতটি দিনও এই জীবনে শান্তিতে কাটাতে পারিনি! ক্ষমতা বেড়েছে, খ্যাতি বেড়েছে। শুধু জীবনে শান্তিটুকু বাড়েনি।”

এরকম কত শত উদাহরণ যে আছে। ভালো টাকা ভালো বিছানা দেয়; কিন্তু ভালো ঘুম তো দেয় না। স্বাস্থ্য বীমা দেয়; কিন্তু সুস্বাস্থ্য তো দেয় না। ভালো খাবার দেয়; কিন্তু হজমশক্তি তো আর দেয় না। পৃথিবী বিখ্যাত এইসব সফল ব্যক্তিদের কিসের অভাব ছিল? আকর্ষণীয় বাড়ি, দামী গাড়ি কিংবা খ্যাতি, কোনো কিছুর কী কমতি ছিল তাদের? না, ছিল না। শুধু একটা জিনিসেরই কমতি ছিল, সেটা হলো শান্তি।

মানুষ যখন হাতে কাজ করে সেটাকে বলে লেবার। হাতের সাথে যখন মাথা যুক্ত হয় সেটাকে বলে স্কিল। হাত আর মাথার সাথে যখন হার্ট যুক্ত হয় তখন সেটা হয়ে যায় আর্ট। আর আর্টের সাথে যখন স্পিরিচুয়ালিটি যোগ হয়, তখনই মানুষের জীবনে আসে আসল শান্তি। এই স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতাই আমাদেরকে নিয়ে যায় স্রষ্ঠার কাছে, আরো কাছে। তখন আমরা বুঝতে পারি জীবনে শুধু চাই চাই করতে নেই। কারণ জীবনে সব পাওয়া হয়ে গেলে তখন আর বেঁচে থাকার ইচ্ছেটাই থাকে না।

এজন্যই একজন রিকশাওয়ালা দিনে ৩০০ টাকা আয় করেও রাতে শান্তিতে ঘুমায়, আর ধনকুবেরেরা ব্যাংকে ৩০০ কোটি টাকা জমা থাকার পরেও দুচোখের পাতা এক করতে পারে না।
কি নিদারুন বৈপরীত্য, তাইনা? 

10 days ago • Raju the Voyager

🇨🇦 ২১শে জানুয়ারি ২০২৫ থেকে IRCC-এর নতুন নিয়ম অনুয়ায়ী Family Open Work Permit (OWP) 🇨🇦 এর প্রধান বিষয়গুলো তুলে ধরছি:

1️⃣ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য:
শুধুমাত্র ১৬ মাসের অধিক master’s program এবং doctoral programs এর ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের স্পাউসরা OWP আবেদন করতে পারবেন।

2️⃣ PGWP ও অন্যান্য WP হোল্ডারদের জন্য:
TEER 0 বা 1 থাকলে তাদের স্পাউসরা OWP আবেদন করতে পারবেন।
TEER 2 বা 3 থাকলে কিছু নির্দিষ্ট পেশায় জড়িত যারা (যেমন: natural and applied sciences, construction, healthcare, natural resources, education, sports, military) তাদের স্পাউসরা OWP আবেদন করতে পারবেন। তবে পূর্ণাঙ্গ লিস্ট ২১শে জানুয়ারি ২০২৫ প্রকাশিত হবে।

3️⃣ PGWP / WP হোল্ডারদের জন্য:
OWP আবেদনের সময় তাদের অবশ্যই নূন্যতম আরও ১৬ মাস এর ওয়ার্ক পারমিট থাকতে হবে।

4️⃣ Dependent Children: OWP আবেদন করতে পারবেন না।

5️⃣ পূর্বে অনুমোদিত OWP: পূর্বের নিয়ম অনুযায়ী, যাদের OWP ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং এখনও এক্সপায়ার হয়নি, তাদের OWP আশা করি চলমান/Valid থাকবে।

6️⃣ OWP Renew করার সুযোগ: যারা ইতিমধ্যে OWP নিয়ে আছেন এবং এখনো ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা PGWP হোল্ডার, তারা OWP রিনিউ করতে পারবেন।

🔗 সূত্র: IRCC Website, CIC News update

 #IRCC   #OpenWorkPermit   #CanadaImmigration   #FamilyOWP   #Canada2025   #ImmigrationNews   #IRCCUpdate   #CanadianVisa   #CanadaWorkPermit 

3 weeks ago • Raju the Voyager

🇨🇦 15 Interesting Facts about Canada🍁 

1. Canada is the second-largest country in the world by land area.

2. Canada has the longest coastline in the world, with over 243,000 kilometers of shoreline.

3. Canada has more lakes than any other country, with over 2 million lakes covering about 8% of its land area.

4. The country's name comes from the St. Lawrence Iroquoian word "kanata," meaning "village" or "settlement."

5. Canada is home to the world's oldest known rock, the Acasta Gneiss, which is approximately 4.01 billion years old.

6. The country has six time zones: Pacific, Mountain, Central, Eastern, Atlantic, and Newfoundland and Labrador.

7. Canada is home to the world's longest street, the Trans-Canada Highway, which spans over 7,800 kilometers.

8. The country has a vast array of wildlife, including bears, moose, wolves, and beavers; and earlier the large dinosaurs walked in its land. 

9. Canada is the world's largest producer of maple syrup, accounting for over 70% of global production.

10. The country has a diverse population, with over 20% of Canadians being foreign-born.

11. Canada has two official languages: English and French.

12. The country is home to the world's largest freshwater island, Manitoulin Island, located in Lake Huron.

13. Canada has a strong reputation for its natural beauty, with many famous attractions like Niagara Falls, Banff National Park, and the Canadian Rockies.

14. The country has a thriving arts and culture scene, with numerous museums, galleries, and festivals.

15. Canada is known for its friendly and welcoming people, with a high standard of living and a strong social safety net; though now a days cost of living & unemployment increased there!

Finally, Canada is no one’s 51st State! 

4 weeks ago (edited) • Raju the Voyager

🇨🇦 ব্যর্থতার দায়ভার স্বীকার করে পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো!
 #canada   #trudeau   #resigned  

 https://www.reuters.com/world/americas/canada-pm-trudeau-announce-resignation-early-monday-globe-mail-reports-2025-01-06/ 

4 weeks ago • Raju the Voyager

আমরা যখন তাহসান এর বিয়ে নিয়ে মাতামাতি করছি আর মিথিলার গীবত গাচ্ছি; একই সময়ে গাজায়/পশ্চিম তীরে বাচ্চারা তীব্র শীতে মারা যাচ্ছে। দোয়া করার পাশাপাশি আরো অনেক কিছুই আমাদের করার আছে! 🇵🇸

 https://www.facebook.com/share/v/1Gzscw4nyV/?mibextid=wwXIfr 

1 month ago • Raju the Voyager

🇨🇦 আলহামদুলিল্লাহ, IBU তে একটি Masters করার জন্য Study Permit নিয়ে রবিন পৌঁছে গিয়েছে কানাডায়। রবিনের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হবার ইচ্ছা আছে, ঈনশাআল্লাহ।
ছবিটি Toronto Pearson Airport এর International Students’ Welcome Desk থেকে  তোলা।
 #studypermit   #canada 

1 month ago • Raju the Voyager

🇨🇦 আরেকটি দু:সংবাদ: ২০২৫ সাল থেকে Express Entry CRS score এ LMIA based Job offer এর points আর যোগ হবে না - IRCC Canada 

1 month ago • Raju the Voyager

1 month ago • Raju the Voyager

নিজে নিজেই কানাডা ভিসার আবেদন প্রক্রিয়া:

১. প্রাথমিক প্রস্তুতি

✅ IRCC (Immigration, Refugees and Citizenship Canada) ওয়েবসাইটে যান: IRCC অফিশিয়াল সাইট  https://www.canada.ca/en/immigration-refugees-citizenship.html 
✅ GCKey অ্যাকাউন্ট তৈরি করুন এবং লগইন তথ্য সংরক্ষণ করুন।

২. অ্যাপ্লিকেশন শুরু

✅ আপনার GCKey অ্যাকাউন্টে লগইন করে "Apply to come to Canada" সিলেক্ট করুন।
✅ "Visitor Visa, Study and Work Permit” নির্বাচন করুন এবং প্রয়োজনীয় প্রশ্নগুলোর উত্তর দিন।

৩. ডকুমেন্ট আপলোড

প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে:
✅ পূরণকৃত আবেদন ফর্ম (IMM5257)
✅ পাসপোর্ট কপি (including Travel History)
✅ ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি Certificate 
✅ ভ্রমণ পরিকল্পনা, হোটেল বুকিং বা ইনভাইটেশন লেটার
✅ সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি (45x35)
✅ পরিবার সম্পর্কিত তথ্য (IMM5245 ফর্ম)
✅ কর্মসংস্থান সম্পর্কিত তথ্য এবং NOC

৪. পেমেন্ট

✅ ভিসা ফি: 100 CAD
✅ বায়োমেট্রিক ফি: 85 CAD
✅ অনলাইনে ক্রেডিট/ডেবিট কার্ডের মাধ্যমে মোট 185 CAD পরিশোধ করুন।

৫. বায়োমেট্রিক এবং আবেদন প্রক্রিয়া

✅ পেমেন্টের পর VFS গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিন।
✅ বায়োমেট্রিক সম্পন্ন করুন।

৬. ফলাফল ও পাসপোর্ট জমা

✅ GCKey অ্যাকাউন্টে আপডেট চেক করুন।
✅ ভিসা অনুমোদনের পর VFS-এ পাসপোর্ট জমা দিন এবং ভিসাসহ পাসপোর্ট সংগ্রহ করুন।

৭. পুনরায় আবেদন (প্রয়োজনে)

✅ রিজেকশন হলে কারণ বুঝে নতুন করে আবেদন করুন। কমপক্ষে ৬ মাস অপেক্ষা করা ভালো।
✅ বায়োমেট্রিক পুনরায় দিতে হবে না (১০ বছরের জন্য বৈধ)।

প্রয়োজনীয় লিংকসমূহ:

✅ কানাডা ভিসার তথ্য  https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/visit-canada.html 
✅ অনলাইনে আবেদন  https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/application.html 
✅ VFS গ্লোবাল সেবা  https://www.vfsglobal.ca/Canada/Bangladesh/ 

এই নির্দেশনা অনুসরণ করলে আপনি সহজেই কানাডা ভিসার আবেদন সম্পন্ন করতে পারবেন। 

1 month ago (edited) • Raju the Voyager

🇺🇸 F1 Interview Tips & Required Documents:

যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়ার অন্যতম সহজ এবং বৈধ উপায় হলো F1 ভিসা। এটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি একটি নন-ইমিগ্র্যান্ট ভিসা, যা আপনাকে যুক্তরাষ্ট্রে Full-Time পড়াশোনার সুযোগ দেয়। তবে F1 ভিসা পেতে হলে ইন্টারভিউয়ের জন্য ভালো প্রস্তুতি নিতে হয়। ইন্টারভিউতে বেশ কিছু সাধারণ প্রশ্ন করা হয়, যা আপনার পড়াশোনার উদ্দেশ্য, আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনার ওপর ভিত্তি করে তৈরি। কিছু Common প্রশ্ন আপনার Sponsor বা পরিবারের Financial অবস্থা সম্পর্কেও হতে পারে।
 
নিচে F1 ইন্টারভিউতে প্রায়শই জিজ্ঞাসিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উল্লেখ করা হলো:
 
1. Why did you choose this particular University?
2. Have you applied to any other universities? If so, which ones?
3. Why this Major and Who is your Professor (for Thesis/Ph.D)?
4. Who is your sponsor, what s/he does and how much his/her annual income?
5. What does your father/mother do and how much your family annual/monthly income?
6. Do you have any friends or relatives living in the United States?
7. Have you ever travelled outside of your home country before?
8. What do you plan to do after completing your studies?
9. What courses are you taking this semester?
10. Why did you choose to study in the United States instead of your home country? Why not choose Canada/Australia/UK?
11. Have you been awarded any Scholarships or financial aid? How did you manage that?
12. Do you have any brothers or sisters? If yes, what are they doing?
13. What will you specialize in for your degree? What will be your major?
14. How did you find this University?
15. Have your sponsor ever been outside Bangladesh?
16. Have you researched the city and state where your university is located?
17. If I issue your F1 visa today, when do you plan to travel to the US to start your studies?
18. Do you plan to pursue additional education in the US after completing your program?
19. What was your score on the SAT or IELTS/DET/TOEFL?
20. Are you planning to visit your home country during breaks or holidays?
21. Do you plan to live off-campus or on-campus?
22. What extracurricular activities have you been involved in?
23. How does your academic background relate to your chosen field of study?
24. What were your grades in school?
25. What are you doing at present? What have you done last 1 year?
26. Tell me, was it always your plan to pursue a Bachelor’s degree in the United States?
27. How do you plan to stay in touch with your family and friends while in the US?
28. What aspects of the local culture and environment are you most excited to experience?
29. Are you planning to pursue Optional Practical Training (OPT) or Curriculum Practical Training (CPT) after completing your studies?
30. Do you understand the importance of maintaining your legal status in the US?
31. Are you familiar with the rules and regulations for F1 visa holders?
32. How do you plan to cope with homesickness?
33. How do you plan to handle cultural differences?
34. Do you know your professors at that university? What are your professors' names?
35. How did you prepare for your English proficiency test?
36. Do you understand the restrictions on employment for F1 visa holders?
37. Why are your parents spending all of their savings on you?
38. Tell me about your profession (if experienced candidates)?
39. Why should I give you visa?
40. What will you do if I reject your visa?
 
ইন্টারভিউর সফলতার জন্য টিপস:
▫️আত্মবিশ্বাসী থাকুন, ইন্টারভিউতে স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিন এবং অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন।
▫️উত্তর সৎ এবং সঠিক রাখুন, ভিসা অফিসারদের প্রতিটি প্রশ্নের পেছনে একটি উদ্দেশ্য থাকে। সুতরাং সঠিক তথ্য দিন।
▫️তথ্য নিয়ে প্রস্তুত থাকুন, আপনার বিশ্ববিদ্যালয়, মেজর, স্পনসর, এবং ক্যারিয়ার প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে ইন্টারভিউয়ে যান।
▫️প্রয়োজনীয় ডকুমেন্ট সঙ্গে রাখুন, আর্থিক কাগজপত্র, অ্যাডমিশন লেটার, এবং স্কলারশিপ সংক্রান্ত ডকুমেন্ট সঙ্গে রাখুন।
▫️কঠিন প্রশ্নের উত্তর চিন্তা করে দিন, যেমন, "Why should I give you a visa?" বা "What will you do if I reject your visa?"—এ ধরনের প্রশ্নের উত্তর সঠিকভাবে প্রস্তুত রাখুন।

F1 ভিসাধারীদের কিছু নিয়ম মানতে হয়:
▫️ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে।
▫️সীমিত সময়ের জন্য কাজ করার অনুমতি রয়েছে।
▫️OPT বা CPT-এর নিয়ম সম্পর্কে সচেতন থাকতে হবে।
▫️আইনি অবস্থান বজায় রাখতে প্রয়োজনীয় নথি সব সময় আপডেট রাখতে হবে।


Documents required for F1 visa:
▪ Ds-160 Form
▪ Passport (including all previous passports)
▪ SEVIS Fee receipt, Visa application fee receipt, MRV fee receipt
▪ i-20 Form
▪ Academic Transcripts & Certificates & related other documents
▪ Financial Documents (Bank Statement, Certificates, SP Certificates in English)
▪ Appointment confirmation letters for interview
▪ Birth Certificate, NID
▪ Photo
▪ Original scholarship certificates/awards (if any)
▪ Complete application sent to universities admitted
▪ ETIN & latest Tax Return
▪ Sponsor’s Passport copy
▪ Applicant’s Profession details (Employment Letter/NOC, Office ID/Visiting Card, Payslip)
▪ Police Clearance
▪ Children’s Student ID, Passport & Birth Certificate (if kids included)
▪ Spouse’s Office ID, Passport, NID, Tax Return & Birth Certificate (if spouse is job holder)
▪ Parent’s updated Trade License copy & Visiting card (if any/ they are your sponsor)
▪ Parent’s Tax Return & Office ID, Bank Statements (if any/as appropriate)

F1 ভিসা ইন্টারভিউ হলো আপনার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। সঠিক প্রস্তুতি এবং আত্মবিশ্বাস নিয়ে ইন্টারভিউ দিন। এটি শুধু আপনার পড়াশোনা নয়, বরং আপনার ক্যারিয়ার এবং ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। শুভকামনা!