1 year ago • Fatema Fahima

❄️☃️Welcome to Winter Wonderland!☃️❄️

শ্বেতশুভ্র তুষারে সকালের সোনারোদের ঝিকিমিকি আর ঝকঝকে নীল আকাশ। 

সকালে উঠেই ওয়ার্ক ফ্রম হোমের চক্করে নাক মুখ গুজে কাজ করছিলাম। ব্রেকফাস্ট করতে উঠে বাইরের দিকে চোখ যেতেই মনটা ভালো হয়ে গেল।

মন ভালো করা সুন্দর একটা সকাল। 

.

.

.

.

.

.

 #canada   #winter 

2 years ago • Fatema Fahima

প্রিয় দেশ, 
বিজয়ের শুভেচ্ছার সাথে দুঃখ নিও। 

ভিনদেশি পরাধীনতার শিকল থেকে মুক্ত হয়ে নিজের কলুষিত সন্তানদের হাতেই জিম্মি হয়ে যাওয়ার আক্ষেপ আজ অবদি বয়ে বেড়াতে হচ্ছে তোমাকে। এ যেন শিয়ালের মুখ থেকে বাঘের মুখে পড়া!  

তাদের কারণে পাহাড়সম অভিমান, ক্ষোভ, আক্ষেপ বুকে চেপে তোমার জন্য অসীম ভালোবাসা মনে রেখেও প্রতিনিয়ত দেশ ছাড়ছে তোমারই হাজারো সন্তান। 

তোমাকে ছাড়ার পরই তোমার মর্ম আরও ভালোভাবে বুঝা যায়। কি ভীষণ মায়ায় আগলে রাখো তুমি আমাদের। নিজের মাটি, নিজের দেশের যে প্রাণ জুড়ানো শান্তি, যে অহংবোধ তা অন্য কোথাও পাওয়ার নয়। তাও যায়, যেতে বাধ্য হয়।

ভিনদেশের সুন্দর ব্যাপার গুলো দেখে আক্ষেপ হয় তোমার জন্য। অসীম সম্ভাবনা থাকার পরেও কেন এমন দুর্দশা তোমার। জানো, ভিনদেশে এসে তারাও সভ্য হয়। তোমাকে বেচেবর্তে পাওয়া অর্থে ফুর্তি হয়। তোমার মাটি নোংরা করতে যাদের এতটুকু বাধে না তারাই এখানে এসে খুব নিয়মনিষ্ঠ হয়, বিনয়ে গলে পরে, আর সুযোগ পেলেই তোমার সমালোচনা হয়। তোমার উচ্ছন্নে যাওয়ার গালভরা গল্প হয়। 

কিন্তু জানো, দিনশেষে সবাই তোমার কাছে ফিরতে চায়। সাহসের বড়ো অভাব, টিকে থাকার লড়াইয়ে তারা ভীতু। 

সে যাকগে, তোমার ভয় নেই। এত বন্ধুর পথচলায়ও তোমার মাটির সন্তানেরা ভীষণ সাহসী। তথাকথিত শিক্ষিত, ধনী এলিট ক্লাস নয়, বরং মাটির কাছাকাছি মানুষগুলোই তোমাকে বারংবার বাঁচিয়ে রাখে। এলিট ক্লাস বরাবরই রক্তচোষা, সুযোগসন্ধানী।

সাহস জমাচ্ছি। কোন একদিন ঘরে ফিরব, ভীষণভাবে তোমার কাছে ফিরব। ভালো থেকো, ভালোবাসা নিও।



 #Bangladesh   #victoryday   #victory   #independence   #Canada   #internationalstudent   #immigrants 

2 years ago • Fatema Fahima

Do you need coffee to jumpstart the day as well? Loving the sunny days of fall till they last at the mighty St. John's!

 #fall   #autumn   #canada   #morning   #coffee