9 hours ago • Quranic Life

কুরআন মানুষকে বারবার ভাবতে বলেছে, মাথা খাটাতে বলেছে। কুরআনের বার্তাগুলো নিয়ে একবার ভাবতে শুরু করলে, আপনি রীতিমতো চমকে উঠবেন— আরে! কুরআন আমাদের এতোটা আপন? এটা তো জানতাম-ই না! আসলে কুরআন আমাদের সাথে কথা বলে। কখনো কাঁদায়, কখনো-বা আন্দোলিত করে। জীবনঘনিষ্ঠ এসব আলাপ আরো সহজে বুঝতে এবারের একুশে বইমেলা ২০২৫-এ আসছে আমার নতুন একটি কাজ— 'এক নজরে কুরআন'। অনেক ব্যস্ততার মাঝেও বড় কলেবরের এই বরকতময় কাজ করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 

'এক নজরে কুরআন' এমন একটি বই— যা আপনার ভেতরটাকে নাড়িয়ে দেবে, কুরআনকে জানার তৃষ্ণা বাড়িয়ে দেবে। না, এটি কোনো অনুবাদ কিংবা তাফসির-গ্রন্থ নয়। এ বইতে বরং গোটা কুরআনের সারনির্যাসকে এক-নজরে তুলে আনার চেষ্টা করা হয়েছে। গতানুগতিক স্টাইল নয়, বরং কুরআন থেকে পাওয়া লেসনগুলোকে সাজানো হয়েছে ইনফোগ্রাফিক স্টাইলে। যাতে কুরআনের ম্যাসেজগুলো খুব সহজে মনে রাখা যায়। এটাকে একটা মাইন্ড-ম্যাপিং বুকও বলতে পারেন, যেখানে কুরআনের বার্তাগুলোকে চমৎকারভাবে ভিজ্যুয়ালাইজ করা হয়েছে।

এই বইটিতে অল্প সময়ের জন্য চোখ বোলালেও, একেকটি সূরার মূলকথা, মেজর থিম ও ফজিলত-সহ আরো অনেক তথ্য জেনে নিতে পারবেন সহজেই। কোন সূরা কখন, কোথায় এবং কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, সুন্নাহ থেকে উঠে এসেছে সেসব চিত্রও। শুধু তাই নয়, প্রতিটি সূরার সাথে তার আগে-পরের সূরাগুলোর কানেকশনটাও দেখানো হয়েছে। সেই সাথে তাদাব্বুর আর কেইস-স্টাডিতে জায়গা পেয়েছে মহান ইমামদের গুরুত্বপূর্ণ বক্তব্যের সিনোপসিস। আশা করছি, এ বইটি পড়ার মাধ্যমে, পাঠক মহলে হাজারো দৃষ্টিভঙ্গি থেকে কুরআনকে নতুনভাবে স্টাডি করার আগ্রহ তৈরি হবে, ইন শা আল্লাহ।

সবশেষে সত্যায়ন প্রকাশন-এর পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই নান্দনিক ডিজাইনে এতো বিশাল একটি কাজ পাঠকদের উপহার দেওয়ার জন্য। 

19 hours ago • Quranic Life

কেমন❤️ 

2 days ago • Quranic Life

চট্টগ্রামের প্রখ্যাত দ্বায়ীবৃন্দ, বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দ এবং বিশিষ্টজনদের আয়োজনে শায়খ ড. আজহারি সাহেবের সাথে হোটেল রেডিসন ব্লু, চট্টগ্রামে একটি চমৎকার প্রোডাক্টিভ মতবিনিময় অনুষ্ঠান | 

3 days ago • Quranic Life

প্যারেড ময়দানে লক্ষ লক্ষ জনতা 

3 days ago • Quranic Life

শায়খ Abdul Hi Saifullah হাতে
দারুসসালাম শাহী মসজিদে জুমার নামাজের পর ইসলাম গ্রহণ করলেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী। 

3 days ago • Quranic Life

মাশা-আল্লাহ 

3 days ago • Quranic Life

বিসমিল্লাহ..... 
চট্টগ্রামের পথে।। 

3 days ago • Quranic Life

জুমার দিন দুআ কবুলের বিশেষ সময় কখন? 

4 days ago • Quranic Life

জিয়া, মাহা ও ড. মিজানুর রহমান আজহারি সাহেব।❤️❤️ 

8 days ago • Quranic Life

ভাত দেবার মুরোদ নেই, কিল দেবার গোসাই⸺ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ক্ষেত্রে এই জিনিসটাই ঘটছে বিগত ৪০ বছর ধরে। সিলেবাস, কারিকুলাম, নীতিমালা⸺সরকার সবই চাপিয়ে দিচ্ছে। কিন্তু ন্যূনতম জীবন ধারণের মতো বেতনটুকুও দিচ্ছে না।

সম্মানীয় শিক্ষকরা যখন অভাব-অনটনের কাছে হার মানেন, একান্ত মানবিক ও যৌক্তিক দাবি আদায়ের জন্যও রাস্তায় নামতে বাধ্য হন⸺এটা জাতি হিসেবে আমাদের জন্য লজ্জার।

সরকারের উচিত, এই শিক্ষকদের প্রতি সুবিচার করা, জাতির ৪০ বছরের ভুল শুধরে নেয়া। আশা করি, সরকার সুবেবচনার পরিচয় দেবে।

শায়খ আহমাদুল্লাহ