কুরআন মানুষকে বারবার ভাবতে বলেছে, মাথা খাটাতে বলেছে। কুরআনের বার্তাগুলো নিয়ে একবার ভাবতে শুরু করলে, আপনি রীতিমতো চমকে উঠবেন— আরে! কুরআন আমাদের এতোটা আপন? এটা তো জানতাম-ই না! আসলে কুরআন আমাদের সাথে কথা বলে। কখনো কাঁদায়, কখনো-বা আন্দোলিত করে। জীবনঘনিষ্ঠ এসব আলাপ আরো সহজে বুঝতে এবারের একুশে বইমেলা ২০২৫-এ আসছে আমার নতুন একটি কাজ— 'এক নজরে কুরআন'। অনেক ব্যস্ততার মাঝেও বড় কলেবরের এই বরকতময় কাজ করার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। 'এক নজরে কুরআন' এমন একটি বই— যা আপনার ভেতরটাকে নাড়িয়ে দেবে, কুরআনকে জানার তৃষ্ণা বাড়িয়ে দেবে। না, এটি কোনো অনুবাদ কিংবা তাফসির-গ্রন্থ নয়। এ বইতে বরং গোটা কুরআনের সারনির্যাসকে এক-নজরে তুলে আনার চেষ্টা করা হয়েছে। গতানুগতিক স্টাইল নয়, বরং কুরআন থেকে পাওয়া লেসনগুলোকে সাজানো হয়েছে ইনফোগ্রাফিক স্টাইলে। যাতে কুরআনের ম্যাসেজগুলো খুব সহজে মনে রাখা যায়। এটাকে একটা মাইন্ড-ম্যাপিং বুকও বলতে পারেন, যেখানে কুরআনের বার্তাগুলোকে চমৎকারভাবে ভিজ্যুয়ালাইজ করা হয়েছে। এই বইটিতে অল্প সময়ের জন্য চোখ বোলালেও, একেকটি সূরার মূলকথা, মেজর থিম ও ফজিলত-সহ আরো অনেক তথ্য জেনে নিতে পারবেন সহজেই। কোন সূরা কখন, কোথায় এবং কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছে, সুন্নাহ থেকে উঠে এসেছে সেসব চিত্রও। শুধু তাই নয়, প্রতিটি সূরার সাথে তার আগে-পরের সূরাগুলোর কানেকশনটাও দেখানো হয়েছে। সেই সাথে তাদাব্বুর আর কেইস-স্টাডিতে জায়গা পেয়েছে মহান ইমামদের গুরুত্বপূর্ণ বক্তব্যের সিনোপসিস। আশা করছি, এ বইটি পড়ার মাধ্যমে, পাঠক মহলে হাজারো দৃষ্টিভঙ্গি থেকে কুরআনকে নতুনভাবে স্টাডি করার আগ্রহ তৈরি হবে, ইন শা আল্লাহ। সবশেষে সত্যায়ন প্রকাশন-এর পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই নান্দনিক ডিজাইনে এতো বিশাল একটি কাজ পাঠকদের উপহার দেওয়ার জন্য।
Show more